জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান । কালিগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কালিগঞ্জ ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুফলভোগী ও নবযাত্রা প্রকল্পের কর্মী কর্মকর্তা। এ সময় অতিথিবৃন্দ উপজেলার ১১জনকে যুব ঋণ, ৩০ জনকে সনদপত্র ও ১০ জনকে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভার আগে অনুষ্ঠান স্থল থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল অনুষ্ঠানে যোগ দেয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন