মানুষ অধিকার না পাওয়ার কারণে অধিকার বঞ্চিত যতটা না হয়, অধিকার বঞ্চিত হয় অধিকার সম্পর্কে না জানার কারণে। আর এজন্যই মানুষকে তার আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে কাজ করছে লিগ্যাল এইড সাতক্ষীরা। তারই অংশ হিসেবে শনিবার জেলা তথ্য অফিস, সাতক্ষীরা এর উদ্যোগে কালিগঞ্জ উপজেলার নলতা জেলা পরিষদ মিলনায়তনে ছয়শতাধিক লোকের উপস্থিতিতে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ এবং লিগ্যাল এইড” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
সকলের আন্তরিক সহযোগীতায় আয়োজিত এই অনুষ্ঠানে, প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ জলে, স্থলে এবং অন্তরীক্ষে উন্নয়ন করলেও মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” এছাড়া পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন, বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়া জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে মিলনায়তনে তিল ধারণের ঠাঁই ছিল না। জেলা তথ্য অফিসের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে লিগ্যাল এইড আইন বিষয়ে সাধারণ আলোচনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। প্রেস বিজ্ঞপ্তি