
কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ হাফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তিনি উপজেলার আড়ংগাছা গ্রামের মহব্বত আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে পুলিশ সদস্যরা রতনপুর ইউপি’র মলেঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় ৩৫ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী হাফিজুলকে আটক করা হয়। শুক্রবার (২৭ মে) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।