কালেক্টর স্কুল একসময় জেলার শ্রেষ্ঠ স্কুলে পরিণত হবে : আইএমইডির সচিব মহিউদ্দিন

দ্বারা zime
০ মন্তব্য 247 দর্শন

 

মীর আবু বকর : সাতক্ষীরা কালেক্টরেট স্কুল পরিদর্শন করলেন (আইএমইডি) মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। গতকাল বেলা ১১ টায় তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলা সংলগ্ন কালেক্টর স্কুলে প্রবেশ করেন। এ সময় স্কুলের সকল উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন। এমনকি শ্রেণীকক্ষে ভিতরে শিক্ষক শিক্ষার্থীদের আসন ও দেয়ালে অঙ্কিত বিভিন্ন ছবি দেখে মনমুগ্ধ হন। তিনি স্কুলের সার্বিক কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে কালেক্টরেট স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) ও স্কুলের পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সচিব ও কালেক্টরেট স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

তিনি বলেন, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা কালীন সময়ে কোন অর্থ বরাদ্দ ছিল না। ভাবলাম কাজ শুরু করলে বাঁধবে না সেই বিশ্বাস নিয়ে কাজে হাত দিয়েছিলাম। কিছুদিনের মধ্যেই স্কুলটি দৃশ্যমান ভবনে গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। এ কাজ বাস্তবায়ন করতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছিল। তিনি আরো বলেন, সেই সময়ের কালেক্টরেট স্কুল আজ ভিন্ন অঙ্গীকে গড়ে উঠেছে। যত দূরে থাকি স্কুলটির উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব। স্কুলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। সর্বাবস্থায় স্কুলের উপর জেলা প্রশাসকের দৃষ্টি রাখতে হবে। কালেক্টর স্কুল একসময় জেলার শ্রেষ্ঠ স্কুলে পরিণত হবে। শিক্ষকদের আন্তরিকতার সাথে শ্রেণীকক্ষে পাঠ দান করাতে হবে। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সচিব পতœী ও সাতক্ষীরা কালেক্টর স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সেলিনা আফরোজ। তিনি বলেন,

স্কুলটিতে প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। যে সময় অর্থনৈতিক ও অবকাঠামো গত সমস্যা বিদ্যমান ছিল, সেই সময় ব্যস্ততার মধ্যেও প্রতিদিন স্কুলের সময় দিতাম। স্কুলটি আমার পরিবার মনে করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে চেষ্টা করতাম। অচিরেই সাতক্ষীরা কালেক্টর স্কুল একাডেমিক স্বীকৃতি পাচ্ছে। শিক্ষকরা মনে করবেন এটি আপনাদের প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করলে আপনারা সম্মানিত হবেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষক রাসেল মাহমুদ, মোসলেম আলী। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা সাতক্ষীরা কালেক্টর স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মনিরুল ইসলাম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন