কিশোর অপরাধ প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে: ডিএমপি কমিশনার

দ্বারা zime
০ মন্তব্য 291 দর্শন

 আজ শনিবার (৮ এপ্রিল ২০২৩) বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ”তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণেই কিশোর অপরাধ বাড়ছে” শীর্ষক ছায়া সংসদে সরকারি দল হিসেবে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও বিরোধী দল হিসেবে সামসুল হক খান স্কুলের বিতার্কিকরা অংশ গ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

অনুষ্ঠানের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিনার বলেন, কিশোর অপরাধ বৃদ্ধি একটি বড় কারণ তথ্য প্রযুক্তির অপব্যবহার। শুধু আইনের আওতায় এনে কিশোর অপরাধ দমন সম্ভব নয়। সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে। শিশু আইনের দুর্বলতার কারণে পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা বিতর্ক প্রতিযোগিতা অংশ গ্রহণ করেছ ভবিষৎতে হয়তো তোমাদের মধ্যে কেউ দেশ পরিচালনায় করবে। কিশোর অপরাধ প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণ ২০৪১ সালের মধ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তথ্যপ্রযুক্তির ব্যবহারও জানতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যাবহারসহ পারিবারিক ও সামাজিক বন্ধনের অভাবে কিশোর গ্যাং কালচার তৈরি হচ্ছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশজুড়ে পাড়ায-মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে কিশোর গ্যাং সদস্যদের আড্ডাবাজি হর হামেশাই চোখে পড়ে। কিশোর গ্যাং সদস্যরা নিজ নিজ এলাকায় বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। তথ্য প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার কিশোর অপরাধের মাত্রা বেড়ে চলছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ছায়া সংসদ বিতর্কে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন