সৈয়দ সাদিকুর রহমান :   রাজধানীর হাজারীবাগের জুতার ব্যবসায়ী হারুন অর রশিদের সাড়ে ১১ লাখ টাকা খোয়া যায় গত বৃহস্পতিবার রাতে। পাওনাদের কাছ থেকে আদায় করা টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। কী করবেন কোনো কূল-কিনারা করতে পারছিলেন না। এই টাকার অনেকটা আশা ছেড়ে দিয়েছিলেন এই ব্যবসায়ী।

কিন্তু তাকে নিরাশ হতে হয়নি। তার হারিয়ে যাওয়া পুরো টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছেন লাইব্রেরি ব্যবসায়ী সেন্টু মিয়া। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে খোঁজ মেলে টাকার প্রকৃত মালিকের।

মঙ্গলবার রাতে হারুন অর রশিদের হাতে সাড়ে ১১ লাখ টাকা তুলে দেয়া হয়। সেন্টু মিয়ার উপস্থিতিতে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান মালিকের হাতে টাকা তুলে দেন।

এসময় নিউ মার্কেট জোনের এডিসি মোহাম্মাদ শাহেদ মিয়া, এসি আবুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কাইয়ুম উপস্থিত ছিলেন।

এসময় সেন্টু মিয়ার সততার প্রশংসা করে পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, ‘মানুষের সততা ও মানবতা এখনো আছে এটা তার জ্বলন্ত উদাহরণ। তার সততার পুরস্কার আর্থিক মূল্যমানে না হলেও আল্লাহর কাছে পাবেন।’

পুলিশের প্রতি মানুষকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো পুলিশে ভালো মানুষ আছে, সেটা এখানে প্রমাণিত হয়েছে। মানুষ যেন আমাদের পুলিশের ওপর আস্থা রাখে।’

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পাওনাদারদের কাছ থেকে পাওয়া সাড়ে ১১ লাখ টাকা জুতার ব্যাগে ভরে রায়েরবাজারের বাসায় ফিরছিলেন হারুন অর রশিদ। মোটরসাইকেল যোগে যাওয়ার সময় তা সড়কে পড়ে যায়। কিন্তু তিনি টের পাননি।

এদিকে ওইপথ দিয়ে যাওয়ার সময় লাইব্রেরির দোকানি সেন্টু মিয়া জুতার বক্সটি পান। হাজারীবাগ এলাকায় পাওয়া বক্সটি খুলে দেখেন তাতে বিপুল পরিমাণ টাকা। পরে তিনি নিউ মার্কেট থানায় যোগাযোগ করেন।

এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম হারিয়ে যাওয়া টাকার মালিককে খুঁজে বের করতে কাজ শুরু করেন।

জানা গেছে, ওসি এসএম কাইয়ুম সংশ্লিষ্ট থানা এলাকার সিসিটিভি ফুটেজ ও ডিএমপির বিভিন্ন থানায় টাকা হারানোর জিডির বিষয় নিয়মিত খোঁজ করতে থাকেন। তিনদিন পর জানতে পারেন হাজারীবাগ থানায় একটি জিডি হয়েছে। জিডির সূত্র ধরে টাকার মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে নিউ মার্কেট থানায় আসায় পর বিভিন্নভাবে যাচাই-বাছাই শেষে টাকার আসল মালিকের পরিচয় নিশ্চিত করা হয়।

এদিকে প্রকৃত মালিকের হাতে টাকা ফিরিয়ে দিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন বলে জানান সেন্টু মিয়া।

আর ব্যবসায়ী হারুন আর রশিদ হারানো টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সততার জন্য সেন্টু মিয়ার ভূয়সী প্রশংসা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন