বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে, ২০১৮-১৯ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা, বোরো, বিটি ও ভুট্টা বেগুন এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও গ্রীস্মকালীন মূগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির উদ্বোধন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার ব্যপক সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষকরাই দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। এখন আর সারের জন্য লাইন দিতে হয়না, সার কৃষককে খুজে নেয়। এটাই জননেত্রী শেখ হাসিনার উদারতা ও দেশের মানুষের জন্য ভালবাসা। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই তিনি বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ডেল্টাপ্লান হাতে নিয়েছেন। আপনারা দেশের শন্তি ও অগ্রগতির জন্য আবারও নৌকায় ভোট দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুর ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ।
মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ইঁদুর নিধন অভিযান সম্পর্কে প্রতিপাদ্য উপাস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার সীমন্ত কুমার দাস।