খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ খুলনার যৌথ আয়োজনে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা এবং আঞ্চলিক পরিবহন কমিটির সভা আজ বুধবার (০৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা মহানগরীতে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করার জন্য সভায় উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) খন্দকার আবু হাসান, নির্বাহী প্রকৌশলী (সওজ) মোঃ আনিসুজ্জামান মাসুদ, সহকারী প্রকৌশলী (এলজিইডি) উজ্জ্বল দেবনাথ, জেলা সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, নিরাপদ সড়ক চাই-নিসচা’র নগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদুসহ অন্যান্য সিভিল কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন