আব্দুর রহমান: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। শুক্রবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সকল দলের অংশ গ্রহণে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাতে উৎসব মূখর পরিবেশে ভোট দিতে পারে, এজন্য সাংবাদিকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আচরণবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘণ করলে আপনারা তা গণমাধ্যমে প্রকাশ করতে পারেন। এতে সকলেই সতর্ক হবে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আপনারা আমাদের অবহিত করতে পারেন। কোন অশুভ শক্তি নির্বাচনকে ভন্ডুল করতে চাইলে আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,প্রেসক্লাব সেক্রেটারী আব্দুল বারী, জেলা তথ্য অফিসার মোজমেল হক, সাবেক প্রেসক্লাব সভাপতি সুভাষ চৌধুরী,সাবেক প্রেসক্লাব সভাপতি
ও চ্যানেল আই প্রতিনিধি এড.আবুল কালাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী,এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও ভয়েস অফ সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, যমুুুুনা টিভির জেলা প্রতিনিধি রাজিব আহসান,পরিবর্তন ডটকমের ইব্রাহিম খলিল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম,সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান,আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, দৈনিক কালের চিত্র পত্রিকার সহ সম্পাদক মো. রবিউল ইসলাম, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আবদুস সামাদ, সুপ্রভাত সাতক্ষীরার নির্বাহী সম্পাদক শেখ তানজিন আহমেদ, সাতক্ষীরা জার্নাল এর সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার ইব্রাহিম খলিল প্রমুখ।