সাতক্ষীরা জেল আশাশুনি থানার ইউনিয়ন পরিষদ সাধারন (ইউপি) নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার, সাতক্ষীরা।
আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি) আশাশুনি থানা পুলিশের আয়োজনে আগামী ০৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ ৫ম ধাপে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন ১১টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্রদান করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার সাতক্ষীরা।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
পুলিশ সুপার বলেন নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে। আশাশুনি বাসীকে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা পুলিশ অঙ্গীকারবদ্ধ। পুলিশ সুপার মহোদয় জনসাধারনকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান।
ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ,জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী,আশাশুনি থানার ওসি, ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ বিশ্বাস সহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।