নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন (মশু)’র সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অাব্দুল মোবিন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, নবাগত জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিশেষ আলোচক নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি খুলনার উপচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, কালিগজ্ঞ উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়েহেদুজ্জামান, আশাশুনি উপজেলা কমান্ডার মো. আব্দুল হান্নান, শ্যামনগর উপজেলা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. গোলাম মোস্তফা, তালা উপজেলা কমান্ডার মো. মফিজউদ্দিন, মুক্তিযোদ্ধা আনছার আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন প্রমুখ। জাতির শান্তি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিচালনায় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক গোলাম ফারুক বাবু ও প্রভাষক বাবুল আফসার।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন