সাতক্ষীরায় ক্রিয়েটিভ স্পেস আইটি ফার্মের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।।মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা সরকারী কলেজের সামনে অবস্থিত ক্রিয়েটিভ স্পেস আইটি প্রশিক্ষণ কেন্দ্রের ফিটা কেটে ও ফেক কেটে নতুন অফিসের উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী।
উদ্বোধন শেষে পুলিশ সুপার ক্রিয়েটিভ স্পেস প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ রত শিক্ষার্থীদের সাথে কথা বলেন।এসময় প্রধান অতিথির ব্যক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন,গ্রাফিক্স ডিজাইন শিখে ঘরে বসে অনেক টাকা আয় করা যায়।যারা বেকার যুবক তারা গ্রাফিক্স ডিজাইন সহ অন্যান্য হাতের কাজ শিখতে পারেন। এতে করে সমাজে বেকারত্ব থাকবেনা।
প্রতিষ্ঠানের প্রোপাইটার মেনন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: সজিব খান।বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা সিদ্দীকুর রহমান প্রমুখ।