মাহফিজুল ইসলাম আককাজ: ‘নাটক জীবনের কথা বলে, নাটক হোক সমাজ বিকাশের হাতিয়ার’ ¯েøাগানকে সামনে রেখে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিণ সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী নাট্য উৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ ব্যাপী এ নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরার সকল মানুষের বাস যোগ্য আবাস ভূমিতে পরিনত হোক প্রিয় সাতক্ষীরা। সকলেই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা সুন্দর সাতক্ষীরা গড়ার স্বপ্ন বাস্তবে রুপ দেব। নাট্য উৎসব হোক ‘‘ক্লিন সাতক্ষীরা, গ্রিণ সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার হাতিয়ার।’
সপ্তাহব্যাপী নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা হোসেন শওকত, বিশিষ্ট নাট্যকার ও কবি জয়ন্ত চট্টপাধ্যয়, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ভারতের সংগীত শিল্পী অরবিন্দু মুখার্জী প্রমুখ। নাট্য উৎসবের সমপনীতে মঞ্চস্থ মঞ্চস্থ হয় নাটক ‘ডালিম কুমার’। নাটক শেষে ভারত থেকে আগত অরবিন্দু’র পরিচালনায় শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে সপ্তাহ ব্যাপী নাট্য উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সনদ পত্র ও উত্তোরীয় প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মী এবং হাজার হাজার নাট্য প্রেমী দর্শক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন