আক্তারুজ্জামান বাচ্চুঃ ক্ষুধার্ত দিনমুজরদের মাঝে নিজ অর্থের খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাতক্ষীরার অলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘুরে ৩০০ পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
খাদ্য বিতরণের সময় ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, করোনা মরণ ব্যধি ভাইরাস। এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো চিকিৎসা আবিস্কার হয়নি। সংক্রমিত হলে মৃত্যু নিশ্চিত। তাই, আপনারা সচেতন হবেন। সরকারের নির্দেশনা অনুযায়ি চলবেন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসবেন না। সর্দি- কাশি, জ্বর বা যেকোনো ধরণের শারিরীক সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন। গুজবে কান দেবেন না। আতংকিত না হয়ে সতর্ক হবেন।
ইউনিয়নবাসীকে যেকোনো প্রয়োজনে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার আহবান জানিয়ে তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে নয়, এলাকার একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আপনাদের পাশে ইতোপূর্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।
এসময় চেয়ারম্যানের সাথে নয়টি ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বেলাল, ব্যবসায়ী আকরাম হোসেন তুহিন, রেজাউল ইসলাম, আবুবকর ছিদ্দিক প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পরিবার প্রতি ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৩০০ গ্রাম রসুন ও ১ টা সাবান।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন