ক‌রোনা প্রতিরোধে বি‌ভিন্ন দপ্ত‌রে প্রচারপত্র হস্তান্তর করলেন সিভিল সার্জন স‌বিজুর রহমা‌ন

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 295 দর্শন

 

ক‌রোনা প্রতিরোধে জেলার বি‌ভিন্ন দপ্ত‌রে প্রচারপত্র হস্তান্তর করেছেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা: মো: স‌বিজুর রহমা‌ন।গতকাল সকালে সাতক্ষীরা প্রেসক্লাব সভপতি মমতাজ আহমেদ বাপীর নিকট করোনা প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট ও স্টিকার তুলে দেন সিভিল সার্জন ডা: মো: সবিজুর রহমান।

সম্প্রতি ক‌রোনা ভাইরা‌সের প্রাদুর্ভাব মোকা‌বেলায় ব‌্যাপক জনস‌চেতনতা সৃ‌ষ্টিক‌ল্পে জেলা ক‌রোনা ভাইরাস নিয়ন্ত্রণ ক‌মি‌টির সুপা‌রিশক্রমে সাতক্ষীরা জেলার সি‌ভিল সার্জন ডাঃ মোঃ স‌বিজুর রহমা‌নের নি‌র্দেশে স্বাস্থ‌্য শিক্ষা শাখা, সিএস অ‌ফিস সাতক্ষীরা কর্তৃক মুদ্রণকৃত প্রচারপত্র(লিফ‌লেট, স্টিকার) সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকা‌রি দপ্ত‌রের প্রধানগ‌ণের নিকট হস্তান্তর পূর্বক তাঁদের সা‌থে মত বি‌নিময় ক‌রেন  সি‌নিয়র স্বাস্থ‌্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রব‌র্তি।

সিভিল সার্জন অফিস জানায়, করোনার নতুন ভেরিয়েন্ট ঠেকাতে জেলাব্যাপী মানুষকে সচেতন করতে জেলা স্বাস্থ্য বিভাগের এ ধরনের প্রচার কার্যক্রম অব্যহত থাকবে।

– প্রেস বিঞ্জপ্তি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন