
সাতক্ষীরা পাটকেলঘাটা থানার আয়োজনে মাদক-সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখে পাটকেলঘাটা
থানার আয়োজনে খলিষখালী বাজার সংলগ্ন প্রাঙ্গণে অফিসার ইনচার্জ,পাটকেলঘাটা থানা শেখ শাহীনুর রহমানের সভাপতিত্বে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ বাল্যবিবাহ, চোরাচালান ও ভূমি দস্যুতা সহ সকল অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ মোহাম্মদ মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নূরুল্লাহ, ডিআইও-১, (ডিএসবি), মোঃ মনিরুল ইসলাম, খশিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
