পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম সহনীয় পর্যায় রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসন রমজান মাস ব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করবেন।জেলা ম্যাজিট্রেট কার্যালয়ের স্মারক নং ৩১৬ তাং ০৭/০৫/২০১৯ খ্রিষ্টাব্দ মোতাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুসাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় রাখার লক্ষে ও খাদ্যে ভেজাল প্রতিরোধে রমজান মাসব্যাপি জেলা ও উপজেলা পর্যায়ে নিজ নিজ অধিক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার,সহকারি কমিশনার(ভূমি) ও বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবেন।যার ফলে অসাধু দোকানদার পণ্যের দাম ইচ্ছামত বাড়াতে বা কমাতে পারবেনা এবং খাদ্যে ভেজাল মিক্স করা থেকে বিরত থাকবে।