অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, চিন্তানায়ক, সমাজ ভাবনা সংগঠনের সব্যসাচি রূপকার, সাহিত্যিক এবং মানবসেবাধর্মী ও আধ্যাত্মবাদী মিশন ও আদর্শের প্রবক্তা সুফী সাধক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর বার্ষিক ৫৬তম তিনব্যাপী ওরস মাহফিল ৯ ফেব্রুয়ারী রবিবার থেকে শুরু হয়েছে।
এদিকে প্রতি বছরের ন্যায় এবারও আশেকানদের আগমনে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আশেকানদের আল্ল¬াহু আল্লাহু ধ্বনিতে গোটা এলাকা মুখরিত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, কানাডা, অষ্টেলিয়াসহ বিভিন্ন দেশের শাখা মিশন থেকে হাজারো ভক্তগন নলতায় এসেছেন। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সুত্রে জানা যায়, এ বছর ওরস মাহফিল সুন্দর ভাবে পরিচালনা করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ এবছর প্রায় (আড়াই হাজার) স্বেচ্ছাসেবক নিয়োগ করছে। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মোড়ে মোড়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। দেশ ও বিদেশ থেকে আগত ভক্তদের ফ্রি থাকা ও খাওয়ার জন্য ১২টি গেষ্ট হাউজসহ প্রায় ১শ’ অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ওরস শরীফে আসা ভক্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খোলা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকল প্রকার যোগাযোগের জন্য নলতা মিশনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওরস চলাকালিন সময়ে পথ নির্দেশনার জন্য প্রতি মোড়ে মোড়ে সেচ্ছাসেবক দল তাদের দায়িত্ব পালন করবে। ওরস উপলক্ষে নলতা মোবারক নগর বাজারসহ প্রধান প্রধান সড়কগুলোতে বড় বড় তোরণ নির্মাণ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।