সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র সুনিপুন তত্ত্বাবধানে ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতাল ও সাইট সের্ভাস, খুলনা এর যৌথ সহযোগিতায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ১ম সপ্তাহে গত ১ ডিসেম্বর শনিবার বাদ ফজর পাক রওজা শরীফে মিলাদ শরীফ ও সকাল সাড়ে ৯ টায় ২দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন, পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম, আলহাজ্জ হাফেজ শামসুল হুদ। এসময় উপস্থিত ছিলেন, মিশনের যুগ্ম-সম্পাদক আলহাজ্জ শিক্ষক সাইদুর রহমান, কর্মকর্তা আলহাজ্জ চৌধুরী মোঃ আমজাদ হোসেন, মোঃ শফিকুল আনোয়ার (রনজু), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, শিক্ষক মোঃ মশিউজ্জামান, আলহাজ্জ গুলাম মুক্্তাদির আহ্ছানী, ডাঃ জুবায়ের রিয়াল, এসিসট্যান্ট সার্জন ও ডাঃ অয়ন সেন, এসিসট্যান্ট সার্জন মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল্লাহ, রূপা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম প্রমূখ। উক্ত চক্ষু শিবিরে ১ম দিন শনিবার ৭২৭ জন রোগীর চিকিৎস সেবা প্রদান ও চোখে ছানি পড়া ১৮০ রোগীর সম্পূর্ণ বিনামূল্যে লেন্স সংযোজন করার জন্য বাছাই করা হয়েছে।

সূত্র: দৃষ্টিপাত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন