যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খুনি ও দেশ থেকে অর্থ পাচারকারীদের অবশ্যই শাস্তি হবে।’
বৃহস্পতিবার লন্ডনের তাজ হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সভায় শেখ হাসিনা বলেন, ‘আদালত খুনি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে রায় দিয়েছেন। এই রায় কার্যকরে পদক্ষেপ নেবে সরকার।’ তিনি বলেন, ‘খুনি ও অর্থ পাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক, যত টাকাই খরচ করুক, তাদের ক্ষমা করা হবে না।’
সরকারের বিরুদ্ধে বিএনপি মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে-এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের জন্ম হয়েছে মিথ্যা ও বেআইনি উপায়ে, তাদের কাছে সবকিছুই অবৈধ মনে হয়। কাজেই এই অবৈধভাবে যারা ক্ষমতায় আসেন, তারা যে দল করবে সেটা তো অবৈধই হবে। মিথ্যার বেসাতি করাটাই তাদের চরিত্র।’
যেন কেউ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, ইতিহাস বিকৃতি করতে না পারে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ করতে কাজ করছি। এরই মধ্যে ক্ষুধামুক্ত করতে পেরেছি, দারিদ্র্যমুক্তও ইনশাআল্লাহ করতে পারব।’
সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নতির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। ১০ দিনের যুক্তরাজ্য সফর শেষে আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন