♣♣♣♣♣
স্টাফ রিপোর্টার ঃ খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ হেলাল হোসেন। গতকাল সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মো: আমিন উল আহসানের স্থলাভিষিক্ত হলেন।
খুলনার নবাগত জেলা প্রশাসক এর আগে খাদ্যমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এক বছর কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক, ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কুমিল্লা জেলার মোহনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ২০০১ সাল থেকে হবিগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০১ সালে ২০তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ এবং সহকারী কমিশনার হিসেবে ওই বছর ২৮ মে সিলেট বিভাগে যোগদান করেন। অবশ্য ১৯৯৮ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হীরাপুর গ্রামের অধিবাসী পিতা মো: আব্দুর রশীদ ও মাতা মফিদা বেগমের পুত্র মোহাম্মদ হেলাল হোসেন দেশে-বিদেশে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং একাধিক আন্তর্জাতিক সেমিনারেও অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রেও তার রয়েছে বিভিন্ন সাফল্য ও পুরস্কারলাভ।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন