খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে প্রথমেই পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এছাড়া শিক্ষকদেরও মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে হবে। মাদক, ভূমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো আশ্রয়-প্রশ্রয় বাংলার মাটিতে হবে না।
সোমবার পিটিআই অডিটরিয়ামে ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষিকার ভূমিকা’ শীর্র্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন মেয়র। জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা বিভাগ, খুলনা ও দেবদুয়ার শেখপাড়া পল্লী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন কেএমপি, পুলিশ কমিশনার খন্দকার লৎফুল কবির, পিপিএম-সেবা। সম্মানিত অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিঃ-এর মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়। বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার মোঃ এহসান শাহ্, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, পিটিআই সুপারিনটেন্ডেন্ট স্বপন কুমার বিশ্বাস। সংবর্ধিত অতিথি হিসেবে মানবাধিকার স্বর্ণপদক গ্রহণ করেন মোংলা কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন খান। উপস্থিত ছিলেনÑএড. পলাশী মজুমদার, মোঃ হাবিবুর রহমান মিজি, মোঃ মোশাররফ হোসেন, নূরজাহান রুমি, সরদার নাজিউর রহমান খোকন, মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক, শেখ মাহাদী মোহাম্মদ, মোঃ আবু হাসান প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন