গত ২১শে জুন/২০২২ খ্রিঃ খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা পুলিশ লাইন্স(শিরোমনি) মাঠে অনুষ্ঠিত হয় “আইজিপি কাপ” পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম।অনুষ্ঠানে  প্রধান অতিথি  টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম। এসময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট(এসপি), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ,আরআরএফ, মোছাঃ তাসলিমা খাতুন সহ খুলনা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্যঃ সমাপনী খেলায় আরআরএফ খুলনা কাবাডি দল ৫৩-২৪ পয়েন্ট ব্যবধানে খুলনা জেলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় কং/ মোঃ জিহাদুল ইসলাম, খুলনা জেলা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন