তথ্য জানার অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য অধিকার প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় খুলনায় আজ পালিত হয় আšতর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৮। দিবসটির এবারের প্রতিপাদ্য “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি”। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, তথ্য অধিকার বাস্তবায়নে জনগণের সচেতনতার উপর গুরুত্ব দেন। তারা বলেন, দুর্নীতি দূর করতে হলে তথ্য দ্রুততম সময়ে দিতে হবে। কোন সেবা কিভাবে পাওয়া যাবে তা যদি বি¯তারিতভাবে প্রতিটি অফিসের ওয়েবসাইটে এবং সিটিজেন চার্টারে টানিয়ে দেওয়া হয় তবে জনগণ সেবা পাবে। বক্তারা আরও বলেন, কোথাও কোন সেবা পেতে যদি ভোগাšিত হয় তবে তার সংক্ষিপ্ত বিবরণ নির্দিষ্ট অভিযোগ বাক্সে, তা অনলাইনে তথ্য কমিশন এবং আপিল কর্তৃপক্ষের নিকট প্রেরণের সুযোগ থাকতে হবে।
খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির।।
অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন খুলনা সনাকের সদস্য প্রফেসর মোঃ জাফর ইমাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ এবং সনাক সদস্য এ্যাড. কুদরত-ই-খুদা। স্বাগত বক্তৃতা করেন খুলনা সনাকের সহসভাপতি এ্যাড. শামীমা সুলতানা শিলু।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন