০১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম ডিপ্লোমা-ইন-বিজনেস স্ট্যাাডিজ (ডিআইবিএস) পরীক্ষা-২০১৯। এ পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকাধীন ১ এপ্রিল থেকে ১১ মে-২০১৯ পর্যন্ত পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিম্নবর্ণিত কতিপয় আদেশ জারী করেছেন।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি লাঠি বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত: কেএমপি এলকায় এবারে মোট ২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে: সরকারি এম এম সিটি কলেজ, খুলনা; সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ, লবনচরা, খুলনা; হাজী আব্দুল মালেক ছালেহিয়া দাখিল মাদ্রাসা, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা ইসলামিয়া কলেজ, বয়রা; আহসান উল্লাহ কলেজ, খুলনা; হোমিওপ্যাথিক কলেজ, বয়রা; শহীদ আবুল কাশেম কলেজ, হরিণটানা, খুলনা; প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ, হরিণটানা; রায়েরমহল কলেজ, আড়ংঘাটা; রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা; খুলনা সরকারি মহিলা কলেজ, বয়রা; খুলনা পাবলিক কলেজ, বয়রা; খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা; সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, খালিশপুর; বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, গোয়ালখালী; দৌলতপুর দিবা-নৈশ কলেজ, সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর; মুহসীন মহিলা কলেজ, দৌলতপুর; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ; খানজাহান আলী আদর্শ কলেজ, শিরোমনি; খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা এবং শিরোমনি আলিম মাদ্রাসা, শিরোমনি, খুলনা।
-তথ্য বিবরনী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন