খুলনা আর্ট স্কুল আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনী আজ (বৃহস্পতিবার) বিকালে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুরু হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, খুলনার সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে শিশুচিত্র প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথাগত শিক্ষার পাশাপাশি এ ধরনের চর্চা শিশুদের সুকুমার বৃত্তির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের স্বাভাবিক বৃদ্ধির সুযোগ দিতে হবে। তিনি বলেন, সরকার শিশুদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে। শিশুদের অধিকার রক্ষায় অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম(বার) (এডমিন এন্ড ফিন্যান্স) , সনাক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, সমাজসেবক শ্যামল সিংহ রায়, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয় চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়।

পরে মেয়র তিন দিনব্যাপী শিশুচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন