খুলনা-২ ও খুলনা-৩ আসনের ২৭৪টি কেন্দ্রে র‌্যাবের টহল জোরদার করেছে র‌্যাব-৬। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় সকল ধরনের নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নগরীতে ১০টি পেট্রোল টিম করা হয়েছে। গতকাল সকাল থেকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে খুলনায় টহল চলেছে।
র‌্যাব-৬ খুলনার সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের নয়টি জেলায় র‌্যাব-৬ নিরাপত্তা টহল জোরদার করেছে। ২৬ শে ডিসেম্বর ২০১৮ তারিখ  রাত থেকে এ টহল শুরু হয়। আর এ কার্যক্রম চলবে ২ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-৬’র আওতাধীন খুলনা মহানগরীসহ ৯টি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলাগুলো হচ্ছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা ও নড়াইল।
এরই অংশ হিসেবে স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম খুলনা মহানগরীর খুলনা-২ ও খুলনা-৩ আসনের বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করে।
র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‌্যাব-৬ তার আওতাধীন ৯টি জেলায় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে খুলনা মহানগরীর খুলনা-২ আসনের ১৫৭টি ভোট কেন্দ্র ও খুলনা-৩ আসনের ১১৭টি ভোট কেন্দ্র এবং নগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করেছি। এ কার্যক্রম আগামী ২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

সূত্র: দৈনিক প্রবাহ নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন