খুলনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সততা, সচ্ছতার সাথে নিয়োগ কার্য সম্পন্ন করা হয়েছে। সূত্র জানায়, বিভাগীয় বাছাই কমিটি খুলনার তত্বাবধানে এবং বিভাগীয় কমিশনার খুলনার নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক, খুলনা এঁর কার্যালয়ে রাজস্ব প্রশাসনের অধীন (এল,এ) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এর-১০ (দশ)টি ও ট্রেসার এর- ০১ (এক)টি সহ মোট ১১ (এগার)টি এবং
পুলিশ সুপারের কার্যালয়, খুলনার সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর এর-০১(এক)টি, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এর-০১(এক)টি ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এর-02(দুই)টি সহ মোট ০৪(চার)টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৩.০৯.২০১৯ তারিখ সকাল ১০ টায় খুলনা পাবলিক কলেজ, বয়রা, খুলনা ও খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা, খুলনায় অনুষ্ঠিত হয়।

সূত্র আরো জানায়, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত উত্তরপত্র জেলা প্রশাসকের কার্যালয়, খুলনায় মূল্যায়ন করে ঐ দিনই রাতে অনলাইনে রেজাল্ট দেয়া হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ বেলা ২ টা হতে যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনায় অনুষ্ঠিত হয় এবং ঐ দিনই রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।

খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জানানো হয় আজ ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে বিভাগীয় বাছাই কমিটির সদস্যদের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় মৌখিক পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীদের ডেকে তাদের সামনেই ফলাফল ঘোষনা করেন বিভাগীয় কমিশনার খুলনা জনাব লোকমান হোসেন মিয়া।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা,রেঞ্জ ডিআইজির প্রতিনিধি পুলিশ সুপার আবু হেনা খন্দকার অহিদুল করিম,খুলনা জেলা পুলিশ সুপার এসএস শফিউল্লাহ,খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক গণ , উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, খুলনা, সহকারী পরিচালক, পিএসসিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর সকলকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষনার বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, দ্রুত পরীক্ষার সকল কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করে প্রার্থীর সামনেই রেজাল্ট ঘোষণা করার ফলে কেউ তদবীর করতে পারবে না এবং পরীক্ষার্থীদের মাঝে স্বচ্ছ নিয়োগের বিষয়ে আস্থা চলে আসবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন