খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ লিটল হোসেন (৩৭), মোসাঃ নাহার (৩০) ও আহসান উল্লাহ (৩৫)। এদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর বিনাশ্রম কারাদ- ও এক হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে গোয়েন্দা বিভাগের পরিদর্শক পারভীন আক্তারের নেতৃত্বে একটি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক হোসেনের পুত্র মোঃ লিটল হোসেনকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এছাড়া অপর অভিযানে কামাল হোসেনের স্ত্রী মোনা নাহারকে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এক বছরের করে কারাদ- ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের জেল প্রদান করা হয়। অপরদিকে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে মাদকসহ আহসান উল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদ- ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করা হয়।