মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন আজ (মঙ্গলবার) সকালে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে খুলনা জেলার পেশাজীবীদের সাথে জেলা মাদকবিরোধী টাস্কফোর্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এবং সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক। মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
খুলনা জেলা প্রশাসন ও জেলা মাদকবিরোধী টাস্কফোর্স যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে।
পরে প্রতিমন্ত্রী ‘গ্রিন বেল্ট’ কর্মসূচির আওতায় কালেক্টরেট চত্বরে ১৬ লাখ বৃক্ষ রোপণের অংশ হিসেবে গাছের চারা রোপণ করেন।