খুলনায় মিনা কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাগর শেখ কে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।সূত্র মতে খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মিনা কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ১। সাগর শেখ ওরফে আকাশ (৩২), পিতা-আঃ ছত্তার শেখ, মাতা-মর্জিনা বেগম, সাং-আদাঘাট, থানা-রামপাল, জেলা-বাগেরহাটকে ৩০/১২/২০১৯ খ্রিঃ তারিখ রাত্র ২০.৩৫ ঘটিকার সময় বটিয়াঘাটা থানাধীন জয়পুর সাকিনের রূপসা টু গৌরম্ভা গামী সড়কের রাসেল শেখ এর মুদি দোকানের সামনে থেকে ০১ রাউন্ড গুলি লোড অবস্থায় থাকা ০১ টি অত্যাধুনিক পি-শাটার গান, ০৫ রাউন্ড রাইফেলের গুলি ও ০৪ টি বন্দুকের গুলি সহ গ্রেফতার করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা ডিবির অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক/গোপাল চন্দ্র রায় বাদী হয়ে আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন