প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার নিরাপদ সড়ক বাস্তবায়নে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ (রবিবার) দুপুরে খুলনা জেলার মোটরযান চালকদের মাঝে ডিজিটাল হেলথ কার্ড বিতরণ ও সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ বিশে^র কাছে শক্তিশালী উন্নয়নের রোল মডেল। এর ধারাবাহিকতায় দেশের সড়ক ও নাগরিকের জীবন নিরাপদ হওয়া দরকার। সড়কে একটি দুর্ঘটনাই জীবনকে দুর্বিষহ করতে পারে। তাই মোটরগাড়ির চালকদের স্বাস্থ্য রক্ষায় পরিকল্পনা থাকতে হবে।
বিশ্রাম ছাড়া চালকদের দীর্ঘ সময় গাড়ি চালানো পরিহার করা প্রয়োজন। আমাদের দেশের চালকরা পৃথিবীর যেকোন প্রান্তের চালকদের চেয়ে কম দক্ষ নয়। সারাবিশে^ তারা দক্ষতার ও সুনামের সাথে গাড়ি চালিয়ে আসছে। সড়কের নিরাপত্তার স্বার্থে চালকদের অল্প সময় ব্যয় করে রোড সাইন সম্পর্কে ধারণা নিতে হবে। নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চালানো যাবে না । মনে রাখতে হবে কয়েক মিনিট সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
এসময় চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ডিজিটাল হেলথ কার্ড কার্যক্রমের জন্য জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক ও বিআরটিএ’র উপপরিচালক মো. মহসিন হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নে সভাপতি কাজী নুরুল আলম বেবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল চালকদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার ডিজিটাল কার্ড বিতরণ করেন। নিরাপদ সড়ক বাস্তবায়নে খুলনা জেলা বাংলাদেশের মধ্যে প্রথম এরূপ কার্যক্রম গ্রহণ করেছে। এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে তিন মাস অন্তর চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সূত্র-পিআইডি খুলনা