♣♣♣♣♣
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। বর্তমান সরকারের আমলেই সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করছে। ধর্ম যার যার উৎসব সবার। সংবিধানে সকল ধর্মের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে।
তিনি রবিবার সকালে খুলনা ফুলতলা সরকারি মহিলা কলেজ চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মৎস্যমন্ত্রী বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিলো শ্রী কৃষ্ণের মূল দর্শন। ধর্মকে ব্যবহার করে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে লক্ষ্য রাখতে হবে। মন্ত্রী বাংলাদেশে কেউ যেন সাম্প্রদায়িক বিষ ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়েছে যা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়ন চলমান রাখতে সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ দাস। প্রধান বক্ততা ছিলেন সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ্ত,অতিরিক্ত পুলিশ সুপার জনাব সজিব খান(বি-সার্কেল), বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি প্রফেসর গৌতম কুন্ড। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার সভাপতি গৌর হরি দাস এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল হাজরা।
তথ্যঃপত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন