নগরীর খুলনা থানাধীন বড় বাজার বার্মাশীল রোড সুইপার কলোনীতে র্যাব-৬ অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদসহ ১৫জনকে গ্রেফতার করেছে। এঘটনায় খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার র্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গত ২৪ সেপ্টেম্বর রাতে বার্মাশীল রোড সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ১৪০লিটার চোলাইমদসহ ২৭জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২জন নগরীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছিলেন। তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে আর এধরণের অপরাধে না জড়ানোর প্রতিশ্রæতিতে মুক্ত করা হয়। এছাড়া বাকী ১৫জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা হলেন মুন্সিপাড়া ৩য় গলির রুস্তুম আলী হাওলাদারের ছেলে সোহরাব হোসেন লিটু (৪২), গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার বাশবাড়িয়ার মৃত মাসুদ মুন্সির ছেলে হায়াত আলী (৪৭), ৫নং ঘাট এলাকার মৃত হাবিব মোল্ল¬ার ছেলে রাব্বি মোল্ল¬া (১৮), লবনচরা চুমকি সড়ক দেলোয়ারের বাড়ির ভাড়াটিয়া আ. সাত্তার শেখের ছেলে কোরবান শেখ (২৬), ৪নং কয়রার আবুল কাশেমের ছেলে জোবায়ের হোসেন (২২), পূর্ব বানিয়া খামার বিকে মেইন রোড ৯ম গলি লোহার গেটের মৃত জাহাঙ্গীর সরদারের ছেলে আবুল কালাম সরদার (৩৫), ৫নং ঘাট জি বøক রেল কলোনীর মৃত শাহেদ আলী খালাসির ছেলে মজনুল খালাসি (৪৫) দারোগো পাড়ার মৃত ফজলুল হকের ছেলে মো. ওমর ফারুক (৪৮), ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে মো. হারুন অর রশিদ মিলন (৪১), রূপসা থানার যোগীহাট গ্রামের মৃত গোলাম আলী মোড়লের ছেলে সামসুল মোড়ল (৫০), খালিশপুর চরের হাটের মৃত শেখ আব্দুল আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৭), রূপসা থানার দেয়াড়া পশ্চিম পাড়ার আলতাফ হোসেনের ছেলে মো. ইমরান হেসেন (২২), রহিম নগর, গ্রামের মৃত শরিফের ছেলে মো. আসলাম (৪৮), খালিশপুর গাবতলার মৃত হায়দার আলীর ছেলে মো. আমিনুল ইসলাম লিটন (৩৩) ও ৪/১, গগণ বাবু রোডের মৃত ইসলাম সওদাগারের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২)।
উল্লেখ্য, বর্ণিত আসামীগণ দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা প্রত্যেকে চোলাই মদ ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত এবং ব্যক্তিগতভাবে সেবনও করে। এলাকায় তারা মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলিয়া এলাকায় জনশ্রæতি আছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানায় তথ্য ও প্রযুক্তি আইনে তৎসহ দন্ড বিধি আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।