♠♠♠
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা বিভাগের শিশুদের উন্নয়নে বিভাগীয় পর্যালোচনা সভা আজ খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)এর সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সভার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো.আব্দুল কাদির, সিভিল সার্জন ডা.এএমএম আব্দুর রাজ্জাক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান এবং ইউনিসেফের চিফ অব ফিল্ড অফিসার কফিল উদ্দিন।

সভায় বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, শিশুর স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ সার্বিকভাবে বেড়ে ওঠার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। শিশুদের সুরক্ষা দিতে পারলে উন্নত জাতি গঠিত হবে। মাদকের ছোবল থেকে শিশু ও সমাজকে দূরে রাখতে সকলের প্রচেষ্টা প্রয়োজন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নত করতে হবে।

সভায় খুলনা, বিভাগের খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য প্রকৌশল, তথ্য, পরিবার পরিকল্পনা, মহিলা বিষয়ক, সমাজে সেবাসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন