মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আজ (শনিবার) খুলনার একটি হোটেলে ‘সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা’ বিষয়ে একটি কর্মশালার আয়োজন করে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্মশালাটি আয়োজনে সহাযোগিতা করে।

সকালে কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। প্রকল্প সম্পর্কে ধারণা দেন প্রকল্পের টিম লিডার আরসেন স্টোপেনিয়ান (Arsen Stepanyan)। ধন্যবাদ জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

প্লাটফরমাস ফর ডায়ালগ (P4D) প্রকল্পটির বাস্তবায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় নাগরিক সনদ ও সরকারি দপ্তরে অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিয়ে অংশগ্রহণকারীরা সুপারিশমালা তৈরি করেন।

কর্মশালায় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন