♣♣♣
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কমশালা গতকাল বুধবার নগরীর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: হুমায়ুন কবির এবং প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
খুলনা জেলা নিসচা’র উপদেষ্টা এ্যাড. মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সাধারন সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব ও পিটিআই খুলনা’র ইন্সট্রাটর মিহির হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেএমপির ডিসি ট্রাফিক মো: সাইফুল হক, বিআরটিএ’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা, পিটিআই খুলনা’র তত্ত্বাবধায়ক স্বপন কুমার বিশ্বাস, নিসচা’র কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল এবং সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব। বক্তব্য রাখেন এমএ কাশেম, মাহবুবুর রহমান মুন্না, লিটন এরশাদ, একে আজাদ, মো: সেলিম খান, এ্যাড. মো: বাবুল হাওলাদার, মো: খাইরুল আলম, এম আকবার টুটুল, রিজিয়া পারভীন, শফিকুল ইসলাম শফি, এম মোস্তফা কামাল, ইসরাত হীরা, আনোয়ারা পারভীন পরী, শিরিনা পারভীন, কামরুল কাজল, জিএম মহিউদ্দিন, শেখ আব্দুস সালাম, হোসাইন মো: ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, জুয়েল প্রমুখ।