খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ জানান, ৩৯তম বিসিএস এর মাধ্যমে ইতোমধ্যে খুলনার নয়টি উপজেলায় মোট একশত ২২জন চিকিৎসক যোগাদান করায় সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আগামী ৪ জানুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কমনা করেন তিনি।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, দেশের মানুষ তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য অনুমোদনবিহীন নামসর্বস্ব এনজিওগুলোতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে। অথচ সরকারের বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমিতির সাথে যুক্ত হয়ে সহজে আর্থিক অবস্থার পরিবর্তন করা যায়। এসময় তিনি খুলনা জেলা পর্যায়ের মতো উপজেলাগুলোতেও সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী ডোপটেস্ট কার্যক্রম আয়োজনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। এছাড়া ব্যাটারি নির্মতা প্রতিষ্ঠান হ্যামকো উন্মুক্তস্থানে দূষিত পানি ফেলে যাতে পরিবেশ দূষণ করতে না পারে সে দিকে বিশেষ নজর দিতে জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তরের খুলনা কার্যালয়কে অনুরোধ জানান।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ জানুয়ারি দিবসের প্রথম প্রহরে সহ¯্রাধিক বীর মুক্তিযোদ্ধা, ১৯২০ জন শিশু ও সমসংখ্যক আলেমদের নিয়ে মুজিব বর্ষ পালন উপলক্ষে খুলনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ সজীব খান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।