খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কয়রা থানা এলাকা হতে সর্বমোট ২,৯৬,০০০/- (দুই লক্ষ ছিয়ানব্বই হাজার) রুপি মূল্য মানের ভারতীয় জাল নোট, ০১ টি নীল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, ০২টি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগ, ০১ টি ছোট শপিং ব্যাগ, ০৩ টুকরা কাপড়সহ ০৩ জন আসামি গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এস.এম শফিউল্লাহ (বিপিএম) মহোদয়ের নির্দেশনায় এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, ‘‘এ’’ সার্কেল এর সার্বক্ষণিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কয়রা থানাধীন আমাদি বাজারে অবস্থানকালে ৩০/০৯/২০২০ খ্রিঃ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় গোপনসূত্রে সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কয়রা থানাধীন নারায়নপুর গ্রামস্থ জনৈক আসাফুর মোল্লা, পিতা- মৃত দিদার বক্স মোল্লার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কয়েকজন লোক ভারতীয় জাল রুপি নিজেদের দখলে রেখে খাটি বলে আদান প্রদানের জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ৩০/০৯/২০২০ খ্রিঃ তারিখ ১৫.৫৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে আসামি ১। সাইফুল ইসলাম (২২) পিতা- মোঃ আমিন উদ্দিন মোল্লা, মাতা- সাফিয়া বেগম, সাং- ফতেকাটি, থানা- কয়রা, জেলা- খুলনা, ২। মোঃ রমজান আলী (২৩) পিতা- রেজাউল করিম, মাতা- মোছাঃ রেবেকা খাতুন, ৩। মোঃ কাজল ইসলাম (৩৮) পিতা- হাবিবুর রহমান গাজী, মাতা- মোছাঃ জাহানারা বেগম, উভয় সাং- কুড়িকাহুনিয়া, থানা- আশাশুনী, জেলা- সাতক্ষীরাদেরকে ধৃত পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদের দেহ তল্লাশীকালে তাদের হেফাজত হতে সিমেন্টের বস্তার তৈরি ব্যাগের মধ্যে টুকরা টুকরা কাপড় দ্বারা মোড়ানো ভারতীয় জাল রুপি সর্বমোট ২,৯৬,০০০/- (দুই লক্ষ ছিয়ানব্বই হাজার) ভারতীয় জাল রুপি এবং আসামিদের হেফাজত হতে ০১টি নীল রঙের রেজিষ্ট্রেশন বিহীন ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল পেয়ে ৩০/০৯/২০২০ খ্রিঃ তারিখ ১৬.৩৫ ঘটিকায় জব্দ তালিকা মুলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার এলাকা থেকে ভারতীয় জাল রুপি সংগ্রহ করে খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় বাংলাদেশী টাকার বিনিময়ে সরবরাহ সহ আদান প্রদান করে। উল্লেখ্য যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ ভারতীয় জাল নোট হেফাজতে ও বাংলাদেশি টাকার বিনিময়ে খাটি বলে প্রতারণা করার জন্য এক বা একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে কয়রা থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।