খুলনা জেলা ডিবি পুলিশ পৃথক দুটি অভিযানে জেলার দুটি উপজেলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক দ্রব্য ও বিপুল পরিমাণ দেশী ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এসময় আটক করেছে আশরাফুল ইসলাম মাসুম (২৮) ও খোকন শেখ ওরফে হাতকাটা খোকন (৪০) নামের দু’জনকে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ তোফায়েল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম এঁর নির্দেশনায় গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি দল শনিবার রাতে এক অভিযানে ফুলতলা উপজেলার যুগ্নিপাশা পশ্চিমপাড়া সরদারবাড়ী জামে মসজিদের উত্তর পাশ থেকে আশরাফুল ইসলাম মাসুম (২৮) কে ১ টি অত্যাধুনিক পিস্তলসহ ১ রাউন্ড কার্তুজ এবং ৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
উপ-পুলিশ পরিদর্শক মুক্ত রায় চৌধুরী, পিপিএম বাদী হয়ে পৃথক ধারায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে ২টি মামলা দায়ের করেন। ধৃত ব্যাক্তির বাড়ী যশোর জেলার অভয়নগর উপজেলায়।
জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি দল একই দিন জেলার তেরখাদা উপজেলার নলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে খোকন শেখ ওরফে হাতকাটা খোকন এর বসতবাড়ীর থেকে খোকন শেখ ওরফে হাতকাটা খোকন (৪০) ১৪টি দেশীয় তৈরী অস্ত্র ও ও ৩০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক লায়েকুজ্জামান বাদী হয়ে পৃথক ধারায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে ২টি মামলা দায়ের করেন। ধৃত ব্যাক্তি একই উপজেলার নলিয়ার চর গ্রামের মৃত রাঙ্গা মিয়ার পুত্র।