খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে সর্বমোট ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সর্বমোট ৭৩,৩২০ (তিয়াত্তর হাজার তিনশত বিশ) টাকা, ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেন লেখা ০১ টি পকেট নোটবুক সহ ০৩ (তিন) জন গ্রেফতার।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায় খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক খুলনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জনাব তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামরুজ্জামান, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন ইলাইপুর মোড়ে অবস্থানকালে করাকালে ০৮/০১/২০২০ তারিখ বেলা ১৪.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার এলাকা হতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য রূপসা থানাধীন পূর্ব রূপসা বাগমারা সাকিনের ইসলামী ব্যাংকের সামনে রাস্তার উপর অবস্থানের কথা জানিতে পারিয়া ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে মামলার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৩ জন আসামিকে ধৃত পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে আসামি ১। জামালউদ্দিন তার পরিহিত জ্যাকেটের ভিতরের বাম পাশের পকেটে থাকা একটি নীল রংয়ের এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত লাল গোলাপী রংয়ের ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের ৭০,০০০/- টাকা, এছাড়া মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ০১ টি NOKIA TA 1030 মডেলের মোবাইল ফোন, ০১ টি SAMSUNG J7 মডেলের এন্ড্রয়েড মোবাইল ফোন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব লেখা ০১ টি Pocket Note Book. আসামি ২। আলী হোসেন তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি নীল রংয়ের এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত লাল গোলাপী রংয়ের ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং প্যান্টের ডান পকেটে থাকা নগদ ৮২০/- টাকা, এছাড়া মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ০১ টি SYMPHONY BL60 মডেলের মোবাইল ফোন এবং আসামি ৩। মিরাজ শিকদার তার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা একটি নীল রংয়ের এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত লাল গোলাপী রংয়ের ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং তার প্যান্টের ডান পকেটে থাকা নগদ ২,৫০০/- টাকা এবং ০১ টি SAMSUNG DUOS মোবাইল ফোন উদ্ধার পূর্বক ০৮/০১/২০২০ খ্রিঃ তারিখ বেলা ১৪.৫৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।

আটক ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খুলনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ  তোফায়েল আহমেদ জানান এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামরুজ্জামান বাদী হয়ে রূপসা থানায় উপরোক্ত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন