খুলনা জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম) এঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ শেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ০৩/০৭/২০২০ তারিখ ১৮.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল দিঘলিয়া থানাধীন দিঘলিয়া গ্রামস্থ দিঘলিয়া দক্ষিনেশ্বরী কালি মন্দিরের সামনে বারাকপুর হইতে নগরঘাট গামী পাঁকা রাস্তার উপর থেকে ০৩/০৭/২০২০ তারিখ ১৯.০৫ ঘটিকার সময়………
আসামি ১। মোঃ রুবেল তালুকদার (২৫), পিতা- মৃত রেজাউল তালুকদার, মাতা-রিনি বেগম, সাং-মহেশ্বরীপুর, ১ নং ওয়ার্ড, থানা-দিঘলিয়া, ২। গোলাম রসুল শেখ (২৭), পিতা- মৃত তোকাম শেখ, মাতা-জামিলা বেগম, সাং- গিলাতলা ৫ নং ওয়ার্ড, (পাঁকার মাথা), ৩। মোঃ আনিস সরদার (২৬), পিতা- হোসেন সরদার, মাতা- হাসিনা বেগম, মিরেরডাঙ্গা (নদীর চর, বালির বেড এর পাশে কচির বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান)), ৪। মোঃ বাদল হাওলাদার (২৬), পিতা-মৃত কাঞ্চন হাওলাদার, মাতা-হামিদা বেগম, সাং-মিরেরডাঙ্গা রংয়ের মিল গেট), সর্বথানা-খানজাহান আলী, কেএমপি, খুলনা গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ২০০০ গ্রাম/০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ০৩/০৭/২০২০ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা ডিবির ওসি শেখ কনি মিয়া জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। খুলনা জেলার দিঘলিয়া থানা সহ আশপাশ এলাকায় মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থায় ক্রয় করে এনে বিভিন্ন মাদকসেবীদের নিকট বিক্রয় করে থাকে।ওসি জানান, তাদের মাদক ব্যবসায়ী চক্রের সাথে আরো অনেকে যুক্ত আছে। মূল মাদকচক্র সনাক্ত সহ তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ)/ রাজিউল আমিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।