খুলনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে শিরোমনিস্থ পুলিশ লাইন্সে খুলনা জেলা পুলিশের আগস্ট/১৯ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ বিপিএল। মাসিক কল্যাণ সভায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।এর মধ্যে খুলনা ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ তোফায়েল আহমেদ জেলায় রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার,অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে বিশেষ অবদান রাখায় খুলনা জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হিসাবে সন্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।এছাড়া অন্যান্য ক্যাটাগরীতে পুলিশ সুপার বিভিন্ন থানার ওসি, এসআই ও এএসআই দের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। মাসিক কল্যাণ সভা শুরুর আগে মহান আগষ্ট মাস শোকের মাস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে অফিসার দের সাথে নিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন পুলিশ সুপার।সন্মাননা ক্রেস্ট প্রদান শেষে পুলিশ সুপার সকল অফিসার দের কে ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ব্রিফিং প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, ঈদ কে সামনে রেখে ঘরমুখো মানুষেরা বাস/চঞ্জ যোগে চলাচলে অঞ্জান পাটি /মলম পাটির কবলে যেন না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে।পুলিশ সুপার বলেন, ঈদের দিন জেলার সকল ঈদগাহের আসেপাশে কয়েক স্থরের নিরাপত্তায় থাকবে পুলিশ।ঈদ কে কেন্দ্র করে যেন কোন মাদক সিন্ডিকেট সক্রিয় হতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। মাসিক কল্যাণ সভায় এ সময় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,. অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান ক-সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) মোঃআলম সিদ্দিিকী, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল মোঃ সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ বিন কালাম সি-সার্কেল,সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ডি-সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর এএন এম ওয়াসিম ফিরোজ, ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব,পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ সহ খুলনা জেলা পুলিশের সকল ইউনিটের প্রধান গণ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।
একই দিন সকালে খুলনা জেলা পুলিশ সুপার শিরোমনিস্থ পুলিশ লাইন্সে খুুুলনা জেলা পুলিশের ক্রিট প্যারেডে সালাম গ্রহণ করেন এ সময় পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের ইউনিফর্ম, হ্যান্ডক্যাপ,পিস্তল,গুলি, বেল্ট সহ সকল জিনিষ পত্র পরিদর্শন করেন। পরে পুলিশ সুপার খুলনা জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন।।