খুলনার নৌ পুলিশ অভিযান চালিয়ে ভৈরব নদ থেকে ১২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও দু’কেজি ইলিশ মাছ জব্দ করেছে। পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নৌ পুলিশ খুলনাঞ্চল খুলনার পুলিশ সুপার দীন মোহাম্মদের নেতৃত্বে কেএমপি সদর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ভৈরব নদে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা রূপসা থানাধীন ভৈরব নদ থেকে পাতানো ও পরিত্যক্ত অবস্থায় এক লাখ বিশ হাজার বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল ও দু’ কেজি ইলিশ মাছ জব্দ করে। উদ্ধারকৃত মাছ স্থানীয় নুরে মদিনা এতিমখানায় বিতরণ করা হয়। অবৈধ কারেন্ট জাল পুলিশ সুপার দীন মোহাম্মদ ও রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা জুলফিকার রহমানের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন