খুলনা বিভাগীয় পরিচালক হাবিবুল হক খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 168 দর্শন

 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সাতক্ষীরার পক্ষ থেকে  খুলনা বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা (যুগ্ম সচিব) মো: হাবিবুল হক এঁর  খানকে  বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীর জেলা পরিবার পরিকল্পনা অফিসের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অফিস। সাতক্ষীরা জেলা পরিবার পরিকরল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন খুলনা বিভাগীয় পরিচারক (প:প:) যুগ্ম সচিব মো: হাবিবুল হক খান।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,খুলনা বিভাগে আমি দীর্ঘ ৯ বছর বসবাস করেছি। তার ভিতরে সাতক্ষীরার অফিসার ও স্টার্ফ  রা আমার মন করেড়েছে।তিনি বলেন,আমি কতটুকু দিতে পেরেছি সেটা জানিনা তবে সাতক্ষীরার অফিসারদের যখন যা বলেছি, তৎক্ষণাৎ সে কাজ করে দিয়েছে।এজন্য আমি কৃতজ্ঞ সাতক্ষীরার অফিসার ও স্টার্ফ দের কাছে।প্রধান অতিথি আরো বলেন, আমার সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ে যুহ্ম সচিব পদে বদলি হয়েছে।

আমি জুলাই মাসের ৩০ তারিখে খুলনা থেকে চলে যাবে পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগদানের উদ্যেশ্যে।তিনি বলেন আর মাত্র ৬ মাস আমার চাকুরী আছে তার পরে এলপিআর এ চলে যাবো। আপনাদের মনে কারো কষ্ট দিয়ে থাকলে আপনারা নিজগুণে আমাকে ক্ষমা করে দিয়েন।

অনুষ্ঠানে সভাপতির ব্যক্তবে উপ-পরিচালক দীপক কুমার সাহা বলেন, বিভাগীয় পরিচালক প্রশাসন ক্যাডারের অফিসার হলেও কখনো আমাদের সাথে দুরত্ব রেখে চলেন নি।তিনি ছায়ার মত আগলে রেখেছেন আমাদের কে।ডিডিএফপি বলেন, তিনি একজন সাদা মনের মানুষ একদম শিশুসুলভ মনের অধিকারী। আমরা এমন অভিভাবক কে হারাতে যাচ্ছি, যাঁর কোন তুলনা নেই।ডিডিএফি আরো বলেন তিনি একজন কর্মবীর। কোন কাজ তিনি পেন্ডিং রাখতেন না।

অনুষ্ঠানে বিভাগীয় পরিচালক হাবিবুল হক খানের ভূয়সী প্রশংসা করে ব্যক্তব্য রাখেন সহকারী পরিচালক বসীর আহমেদ,এডিসিসি ডা: দীন মোহাম্মাদ  মেডিকেল অফিসার ডা: প্রবীর মুখার্জী, মেডিকেল অফিসার ডা: লিপিকা বিশ্মেবাস, মেডিকেল অফিসার ডা:জয়ব্রত ঘোষ,মেডিকেল অফিসার ডা: পলাশ দত্ত,সহকারী প:প: অফিফার মুশফিয়া লিজা  প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সেলিম। অনুষ্ঠানে সাত উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার, মেডিকেল অফিসার ও জেলা অফিনের বিভিন্ন পদমর্যাদার স্টার্ফগণ উপস্থিত ছিলেন।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন