খুলনা মেট্রোপলিটন পুলিশ মসজিদে মসজিদে গুজব বিরোধী লিফলেট বিতরণ করেছে। শুক্রবার জুম্মার নামাজের আগে খুতবা সময় নগরীর মসজিদের মুসল্লিদের সাথে ছেলেধরা গুজব নিয়ে বয়ান প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম বিপিএম।পরে নামাজ শেষে রাস্তার পাচিলে ও বিভিন্ন দোকানের স্যাটারে গুজব রিরোধী লিফলেট লাগিয়ে দেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।
লিফলেটে লেখা ছিলো, গুজবে বিভ্রান্ত হবেনা ও অন্যদের বিভ্রান্ত করবেন না। গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা রাস্ট্রদ্রোহী কাজের সামিল।লিফলেটে আরো লেখা ছিলো গড়পিটুনি দিয়ে কাউকে মেরে ফেলা গুরুতর ফৌজদারি অপরাধ।।সবশেষে লেখা ছিলো ছেলে ধরা সন্দেহ হলে পুলিশ কে ফোন দিতে হবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা।লিফলেটে যেকোন জরুরি প্রয়োজনে ৯৯৯ জরুরি জাতীয় সেবা কেন্দ্রে ফোন দেওয়ার জন্য বলা হয়েছে।