
খুলনা রেঞ্জ পুলিশের আগস্ট/২০২৪খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪খ্রি. তারিখ খুলনা রেঞ্জের আগস্ট/২০২৪ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম উক্ত সভায় সভাপতিত্ব করেন।
![]()
রেঞ্জ ডিআইজি উক্ত সভায় অংশগ্রহণকারী খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার’গণকে তাদের নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বর্পূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া যথারীতি জঙ্গীবাদ/চরমপন্থী, কিশোরগ্যাং, মানব পাচার প্রতিরোধ, মামলা তদন্তের মান বৃদ্ধিসহ তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
![]()
উক্ত ক্রাইম কনফারেন্স সভায় এসময় আরও উপস্থিত ছিলেন মো: নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মো: হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি ( অপারেশন), খুলনা রেঞ্জ,সাতক্ষীরার পুলিশ সুপার মো:মনিরুল ইসলাম সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার’গণ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
