খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক সাতক্ষীরায় আগমন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ

দ্বারা zime
০ মন্তব্য 332 দর্শন

 

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার) পিপিএম সাতক্ষীরা জেলায় শুভাগমন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।আজ ১৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার),পিপিএম এঁর সাতক্ষীরা জেলায় শুভাগমন উপলক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ,সাতক্ষীরার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মঈনুল হক বিপিএম(বার), পিপিএম। সাতক্ষীরা পুলিশ লাইন্সে আগমন করলে রেঞ্জ ডিআইজি মঈনুল হক কে  জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে ঢাকা,রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলার গুণী শিল্পীবৃন্দ গান,নৃত্য,গম্ভীরা ও কৌতুক সুন্দর সাবলীল উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রানবন্ত করে রাখেন।

পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সময় নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল আলীম আল রাজী,বিজ্ঞ বিচারক,নারী ও শিশু ট্রাইবুন্যাল(জেলা জজ),এম.জি আযম,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট)  জয়দেব চৌধুরী,জেলা প্রশাসকের প্রতিনিধি শেখ মইনুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান, সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, অধ্যক্ষ,সাতক্ষীরা সরকারি কলেজ আমানুল্লাহ আল হাদী, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ বাসুদেব বসু, সাইফুল ইসলাম, ডিডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এ.বি.এম ফারুক,যুগ্ন-পরিচালক (জেডি),এনএসআই,সাতক্ষীরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো:সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো: আতিকুল ইসলাম,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান,দেবহাটা সার্কেল এডিশনাল এসপি এসএম জামিল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল সাজ্জাদ হোসেন,জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী,বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী,সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম,জেলা ডিবির ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,আমন্ত্রিত অতিথিবৃন্দ  ও সুধীবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উক্ত নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন