খুলনা রেঞ্জ পুলিশের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 439 দর্শন

 

খুলনা রেঞ্জ পুলিশের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  ৫ আগস্ট ২০২৫ ইং তারিখে খুলনা জেলা পুলিশের শিরোমনি পুলিশ লাইন্সে,খুলনা রেঞ্জ পুলিশ কর্তৃক ‘জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভার’ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআজি  মোঃ রেজাউল হক,পিপিএম। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।

আলোচনা সভার শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের পরিবারকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নীরাবতা পালন করা হয়।

সভায় এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম,কমান্ড্যান্ট (ডিআইজি) পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা, নওরোজ হাসান তালুকদার,কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ,খুলনা, টি এম মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা সহ খুলনা রেঞ্জ পুলিশ, খুলনা জেলা পুলিশ ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন