খুলনা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।সূত্র জানায় ১৪ জানুয়ারী রোজ সোমবার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১২ টার দিকে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।উক্ত অপরাধ সভার সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মো:দিদার দিদার আহম্মদ ( বিপিএম)।সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে খুলনা বিভাগের ১০ টি জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় বিভাগের ১০ জেলার পুলিশ সুপার কে রজনী গন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সভার সভাপতি রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ(বিপিএম)।সভায় বিভাগের দশ জেলার পুলিশ সুপারকে সকল অপরাধে জিরো টলারেন্স নীতি প্রদর্শণ করার জন্য আহবান জানান ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দিদার আহম্মদ।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো:হাবিবুর রহমান(প্রশাসন এন্ড ফিন্যান্স),অতিরিক্ত ডিআইজি এ,কে,এম,নাহিদুল ইসলাম(অপারেশন্স এন্ড ক্রাইম) সহ খুলনা বিভাগের দশ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।